খাদেমুল ইসলাম : আমি পালাইনি, কর্মস্থলেই রয়েছি। যথারীতি সেবা দিয়ে যাচ্ছি পৌর বাসীদের। ১ সেপ্টেম্বর রোববার সকালে দেওয়ানগঞ্জ পৌরসভায় গমন করলে দেওয়ানগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী একান্ত আলাপচারিতায় উপরোক্ত কথাগুলো বলেছেন। দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের অফিস কক্ষে আলাপকালে ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী এ সাংবাদিক কে জানান, আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছি দেওয়ানগঞ্জ উপজেলায়। এছাড়াও আমি ভারপ্রাপ্ত পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি পৌর সভায়। দুই পদে দায়িত্ব পালন ছাড়াও আমি একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে প্রায়ই বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হয় আমাকে। এতসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার অজান্তে ছোট খাটো ভুলভ্রান্তি হতেই পারে। তা আপনারা নিজগুণে আমাকে ক্ষমা করে দিবেন। অনেকে তুচ্ছ বিষয়কে প্রপাগান্ডা করতে পারেন। যত দিন পৌর প্রশাসক হিসেবে দায়িত্বে থাকবো ততোদিন আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করে গেলে পৌর বাসীর কোনো সমস্যা থাকবে না। তাদের কোনো সেবায় ব্যত্যয় ঘটবে না। এ সময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলীর অফিস কক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মোঃ নুরুল ইসলাম মিন্টু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র খন্দকার আঃ ছালাম খোকা, কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন, কাউন্সিলর মহসিন আলী বিপ্লব, কাউন্সিলর এসএম কানন, কাউন্সিলর মোঃ মাসুদ, কাউন্সিলর মোঃ ওয়াসিম, সাবেক কমিশনার রঞ্জু আহম্মেদ, কাউন্সিলর রুনা আক্তার, কাউন্সিলর রেনু বেগম, শাহিনা বেগম সহ অন্যান্য। কাউন্সিলর গণ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলীকে পৌর সভা পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার আশ^াস দেন।
Related Posts
বাঁশচড়া এসবিজি মর্ডান উচ্চ বিদ্যালয়ে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত
- AJ Desk
- June 22, 2024
তানভীর আহমেদ হীরা : জামালপুর সদরের বাঁশচড়া এসবিজি মর্ডান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান […]
হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
- AJ Desk
- December 18, 2024
জুলফিকার আলম : গত সোমবার জামালপুরের মেলান্দহের ঐতিহ্যবাহী হাজরাবাড়ী সিরাজুল হক অনার্স কলেজের উদ্যোগে ১৬ […]
শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
- AJ Desk
- April 30, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র ও অসহায় উন্নয়ন সংস্থা (ডপস) এর আয়োজনে জুনিয়র […]