আ.জা. আন্তর্জাতিক:
ভারতের আসাম ও মিজোরাম সীমান্তে সংঘর্ষে ছয় পুলিশসদস্য নিহতের ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে মিজোরাম পুলিশ। সোমবার সংঘর্ষের দিনই কোলাসিব জেলার ভাইরেঙ্গতে পুলিশ স্টেশনে অভিযোগটি দায়ের করেন মিজোরামের এক পুলিশ সদস্য। এতে হিমন্ত ছাড়াও আসামের চার শীর্ষ পুলিশ, দুইজন আমলা ও দুইশ অজ্ঞাতজনের নাম রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, আসাম পুলিশের আইজিপির নেতৃত্বে দুইশ’ জনের একটি দল জোর করে মিজোরাম পুলিশের একটি ক্যাম্প দখল করতে এসেছিল। তবে সংখ্যায় কম থাকায় তাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে পারেনি মিজোরাম পুলিশ। এদিকে আসামের পুলিশই প্রথম গুলি চালিয়েছিল বলে শুক্রবার অভিযোগ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। সংঘর্ষের পর পর থেকে আসাম ও মিজোরামে নিরাপত্তা জোরদার করা হয়েছে।