Sunday, September 24, 2023
Homeজাতীয়ইইউর তিন প্রতিনিধির স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ইইউর তিন প্রতিনিধির স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রত্যেক বৈঠ‌কে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নি‌য়ে আলোচনা ক‌রেন।

মঙ্গলবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার ব্রাসেলসে কমিটি অন ইন্টারন্যাশনাল ট্রেড অব দ্য ইউরোপিয়ান পার্লামেন্টের চেয়ারম্যান বার্ন্ড লেঙ্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। 

এ সময় তারা পারস্পারিক সহযোগিতার বিভিন্ন দিক যেমন, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

dhakapost

একই দিন প্রতিমন্ত্রী হোম এফেয়ার্স অব দ্য ইউরোপিয়ান কমিশনের কমিশনার ইলভা জোহানসনের সঙ্গে ব্রাসেলস্থ ইউরোপিয়ান কমিশনের সদর দপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। 

বৈঠ‌কে তারা বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে দক্ষ অভিবাসনের উপায়সমূহ নিয়ে আলোচনা করেন।

এছাড়া প্রতিমন্ত্রী ক্রাইসিস ম্যানেজমেন্ট অব দ্য ইউরোপিয়ান কমিশনের কমিশনার জেনেজ লেনার্সিসের সঙ্গে ব্রাসেলস্থ ইউরোপিয়ান কমিশনের সদরদপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

এ সময় ইউরোপিয়ান কমিশনের কমিশনার বাংলাদেশের সাফল্য নিয়ে প্রশংসা করেন। উভয়পক্ষই পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বিশেষ করে রোহিঙ্গা সমস্যা, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments