Friday, September 29, 2023
Homeখেলাধুলাইউনাইটেডের বিদায় মানতে পারছেন না টেন হ্যাগ

ইউনাইটেডের বিদায় মানতে পারছেন না টেন হ্যাগ

অসহায় আত্মসমর্পন যাকে বলে। গতকাল (বৃহস্পতিবার) রাতে সেভিয়ার কাছে ঠিক তেমনটাই হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রেড ডেভিলদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে সেভিয়া। এদিকে, দলের এমন ব্যর্থতা কিছুতেই মানতে পারছেন না কোচ এরিক টেন হ্যাগ। ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর দলকে স্রেফ ধুয়ে দিলেন তিনি। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঘরের মাঠে ম্যানইউকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। তাতে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে ইউরোপা লিগ থেকে রেড ডেভিলদের বিদায় করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ সময়ে দুটি আত্মঘাতী গোলে জয় হাত ছাড়া হয়। এরপর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে ভুলের পরিমাণ যেন আরও বাড়াল। সেভিয়ার রামোন সাঞ্চেজ পিজুয়ান স্টেডিয়ামে এদিন আত্মঘাতী গোল হয়নি ঠিকই, তিনটি গোলই হজম করতে হয়েছে নিজেদের ভুলে!

প্রথম লেগে শেষ সময়ে আত্মঘাতী গোল করা হ্যারি ম্যাগুইয়ার এবার ম্যাচের অষ্টম মিনিটেই নিজেদের বক্সের সামনে বিপজ্জনকভাবে বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ইউসেফ এন-নেসিরি। ঠাণ্ডা মাথায় ফিনিশিংয়ে গোল করে এগিয়ে নেন সেভিয়াকে। এরপর আরও দুবার একই রকম ভুলের খেসারত দিয়েছে ইংলিশ ক্লাবটি। 

dhakapost

এদিকে, শিষ্যদের পারফরম্যান্সে যারপরনাই বিরক্ত কোচ টেন হ্যাগ। তার মতে, খেলোয়াড়দের মধ্যে জয়ের তাড়না কিংবা মানসিকতায় ঘাটতি ছিল। বলেন, একটা ধাক্কা খেলে সেটি সামলাতে হয় এবং এগিয়ে যেতে হয়… স্কিল দিয়ে খেলার ব্যাপার শুধু নয়, তখন মানসিকতার প্রমাণ দিতে হয়। গোছানো থাকতে হয়, তাড়না ও আবেগ দিয়ে খেলতে হয়।

ইউরোপা থেকে বিদায়, ইংলিশ প্রিমিয়ার লিগেও শিরোপার আশা কার্যত শেষ অনেক আগেই। সবেধন নীলমনি এখন টিকে আছে কেবল এফএ কাপে সাফল্যের হাতছানি। আগামী রোববার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাইটনের বিপক্ষে লড়বে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments