Sunday, October 1, 2023
Homeজামালপুরইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ উদ্বোধন

ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের শরিফপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের। গতকাল রোববার ফলক উন্মোচন করে স্কুল এন্ড কলেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধর্ম প্রতি মন্ত্রী ফরিদুল হক খান, স্থানীয় এমপি মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী কামাল ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। এর আগে কলেজ অধ্যক্ষ এস.আই.এম জাহান ইয়ার ও উপাধ্যক্ষ মোঃ কাওছার আলী হাওলাদার মন্ত্রীকে স্কুল এন্ড কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। স্কুল এন্ড কলেজটির মনোমুগ্ধকর পরিবেশ, অত্যাধুনিক ল্যাব, ডিজিটাল শ্রেণীকক্ষ, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নতুন শিক্ষা কারিকুলামের সফল বাস্তবায়ন দেখে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এ ধরণের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে সুনাম বয়ে আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments