Friday, September 29, 2023
Homeজামালপুরইটের দিইটের দিন শেষ কংক্রিটে গড়বে বাংলাদেশ

ইটের দিইটের দিন শেষ কংক্রিটে গড়বে বাংলাদেশ

মোহাম্মদ আলী : “কৃষিজমি রক্ষা কর ও পরিবেশ বাঁচাও” দেশের মানুষের এমন দাবি দীর্ঘদিনের। জনগণের সে যৌক্তিক দাবি পূরণে সরকারও চেষ্টা করে আসছিল। কিন্ত, মুনাফাখোড়দের প্রভাব প্রতিপত্তির কাছে পেরে উঠছিল না। অবশেষে বহু প্রতিক্ষার পর এতদিনে বুঝি সে দাবি আলোর মুখ দেখছে। অতিসম্প্রতি, জামালপুর জেলা ও কয়েকটি উপজেলায় ইটের বিকল্প কংক্রিট ও ব্লক প্রস্তুত এবং বাজারজাত শুরু করেছে। পৌর এলাকার কম্পুপুরে টি এইচ টি কংক্রিট ও ব্লক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের একটি। এ প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক জানান, দুই ধরনের বালি, পাথরের ডাস্ট ও সিমেন্ট দিয়ে তৈরী হচ্ছে কংক্রিট ও ব্লক। প্রতি দিন এ কারখানা থেকে ৮/১০ হাজার কংক্রিট তৈরী হয়। ইটের চাইতে দামে একটু বেশি হলেও মান ও স্থায়ীত্বের দিক থেকে ভালো, বলেও জানিয়েছেন। অপরদিকে নির্মাণকাজে এ নবযাত্রায় খুশি কৃষক পরিবেশবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments