Thursday, December 1, 2022
Homeজামালপুরইতেফাকুল ওলামা মেলান্দহ উপজেলার উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইতেফাকুল ওলামা মেলান্দহ উপজেলার উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আব্দুল হাই:


জামালপুরের মেলান্দহ উপজেলা শাখা ইত্তেফাকুল উলামার উদ্যোগে সারাদেশে হত্যা,খুন,ও আহত করার প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ বাদ আছর শেষে মেলান্দহ বাজার বায়তুল নুর জামে মসজিদ হইতে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ গেইটে এসে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা ইত্তেফাকুল উলামা শাখার সভাপতি মাওলানা মোঃ রুহুল আমীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ইত্তেফাকুল উলামা শাখার সভাপতি মুফতি শামছুদ্দীন দঃ বাঃ। ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার কোরআন শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি ইকরামুল্লাহ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল্লাহ, ইইত্তেফাকুল ওলামা মেলান্দহ শাখার সাধারণ সম্পাদক মুফতি সোলায়মান, মুফতি নাজীর আহমদ, আবদুল ওয়াহাব, মেলান্দহ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা বুরহান উদ্দিন ,ইত্তেফাকুল ওলামা দুরমুঠ ইউনিয়নের সভাপতি মাওলানা শামছুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments