আ.জা. আন্তর্জাতিক:
ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের সন্ধান মিলেছে। বালি সাগরের তলদেশে অন্তত তিনটি খন্ডে ভেঙে যাওয়া অবস্থায় এটি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির সেনা ও নৌবাহিনীর কর্মকর্তারা। এদিকে সাবমেরিনটির ৫৩ কর্মীর স্বজনদের কাছে সহমর্মিতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। রোববার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার সেনাপ্রধান হাদি তাজাহান্তো জানান, কোনও কর্মীকেই আর জীবিত পাওয়ার সম্ভাবনাই নেই। তিনি বলেন, ‘নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে আমরা ঘোষণা করছি যে কেআরআই নানগালা-৪০২ ডুবে গেছে আর এর সব কর্মীর মৃত্যু হয়েছে।’
টর্পোডো মহড়ার প্রস্তুতি নেওয়ার সময় গত বুধবার সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৪৪ বছর বয়সী সাবমেরিনটির আরোহীদের ব্যবহৃত নতুন কিছু জিনিস খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। এসবের মধ্যে একটি লাইফ ভেস্টও রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান ইয়োদো মারগোনো বলেছেন, সাবমেরিনটি ডুবে যাওয়ার জন্য কর্মীদের দায়ী করা হচ্ছে না। তিনি বলেন, ‘কেআরআই নানগালা তিন খÐ হয়েছে, জাহাজটির কাঠামো, লেজের অংশ আর মূল অংশ সবই আলাদা হয়ে গেছে। মূল অংশে ফাটল দেখা গেছে।’ প্রেসিডেন্ট জোকো উইদোদো বালি সাগরে সাবমেরিনটির খোঁজ পাওয়ার ঘোষণা দিয়ে নিহত কর্মীদের স্বজনদের প্রতি শোক জানান। তিনি বলেন, ‘এই ট্র্যাজেডি নিয়ে ইন্দোনেশিয়ার সব বাসিন্দা শোক প্রকাশ করছে, বিশেষ করে সাবমেরিনটির কর্মীদের পরিবারগুলো।’