ইফতার মাহফিলের দাওয়াত নিয়ে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়েছে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। বুধবার (১২ এপ্রিল) রাতে ধানমন্ডি ৩ এ অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যান তারা।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ইফতার মাহফিল নিমন্ত্রণ উপ-কমিটির সমন্বয়ক সাদ্দাম হোসেন জানান, ইফতারের দাওয়াত নিয়ে আওয়ামী লীগ সভাপতি অফিসে গেলে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার তাদের স্বাগত জানান। এ সময় তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদককে ইফতারের দাওয়াত দেন।
উপস্থিত গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন,‘আমাদের সভানেত্রী এ বছর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে ইফতার মাহফিল আয়োজন করতে নিষেধ করেছেন। তাই নীতিগত কারণে আমরা এ বছর কোনো রাজনৈতিক দলের ইফতার প্রোগ্রামেও দলীয় প্রতিনিধি পাঠাচ্ছি না। তারপরও আপনাদের ধন্যবাদ এখানে কষ্ট করে কার্ড পৌঁছে দেওয়ার জন্য। আমরা দলীয় ফোরামে আলোচনা করে সম্ভব হলে আসব।’
গণঅধিকার পরিষদ সহকারী আহ্বায়ক ও নিমন্ত্রণ উপ-কমিটির সদস্য তৌফিক শাহরিয়ার খান, কার্যকরী সদস্য ও নিমন্ত্রণ উপ-কমিটির সদস্য তোফাজ্জল হোসেন এবং ছাত্রনেতা সাদ ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।