Saturday, April 1, 2023
Homeবিনোদনইভ্যালি প্রসঙ্গে যা বললেন মিথিলা

ইভ্যালি প্রসঙ্গে যা বললেন মিথিলা

আ.জা. বিনোদন:

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে বসে সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে লাইভ শো’তে যুক্ত হন অভিনেত্রী-উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। সেখানে গিয়েছেন নিজের চাকরিসূত্রে; শিশুদের উন্নয়নে কাজ করতে। আর শনিবার বিশ্ব শিশু দিবসের সন্ধ্যায় যুক্ত হলেন। তবে শুধু সিয়েরা লিওনই নয়, মিথিলার বক্তব্যের অনেকটা জুড়ে থাকলো কলকাতা ও বাংলাদেশ। বললেন চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা ইভ্যালি নিয়েও। যেখানে শুভেচ্ছাদূত হিসেবে মাত্র দুই মাসের মতো যুক্ত ছিলেন মিথিলা। তবে নিজের দায়বদ্ধতা থেকেই সেই স্বল্প সময়ের কাজে ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখও প্রকাশ করেন তিনি। বিশেষ এই লাইভ শোয়ের একেবারে শেষ পর্যায়ে সঞ্চালক মাহমুদ মানজুরের একটি প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি ইভ্যালির সঙ্গে মাত্র এক থেকে দুই মাস কাজ করেছি। চলতি বছরের জুলাইয়ে সাইন করি। একটা লাইভ করেছিলাম। এরপর চলে যাই কলকাতা। আর কোনও কার্যক্রমে ছিলাম না। আমি বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।’ ইভ্যালির বর্তমান পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আসলে ভেতরের গল্প জানি না। এমনটাও দেখেছি, বলেছেন তারা উপকৃতও হয়েছেন। আবার অনেকে নাকি প্রতারিতও হয়েছেন। দুই ধরনের গল্পই শুনেছি। আমি খুব অল্প সময় ছিলাম ইভ্যালির সঙ্গে। তবে যদি কেউ প্রতারিত হয়ে থাকেন আমি খুবই দুঃখিত। এটাও ঠিক, একজন আর্টিস্ট বা শুভেচ্ছাদূতের পক্ষে সম্ভব নয় কোম্পানির ভেতরের খবর আগাম জানার। আমার লাইফে ৫০টির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। লং টার্ম ছিলাম অনেকের সঙ্গেই। সবার পুরোটা জানা কিন্তু সম্ভব না। কখনও এরকম কিছু হয়নি। শুধু ইভ্যালির ক্ষেত্রেই এমনটা হলো।’ এমন অনেক বিষয় নিয়ে ‘মামানামা- আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানের পুরো সময়ই সরব থেকেছেন এই তারকা। যার বিস্তারিত পাওয়া যাবে নিচের ভিডিওতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments