Thursday, July 18, 2024
Homeজামালপুরইমামরাই পারেন মাদকাসক্তের বদলে যুবসমাজকে শুদ্ধ পথে নিয়ে আসতে-আবুল কালাম আজাদ এমপি

ইমামরাই পারেন মাদকাসক্তের বদলে যুবসমাজকে শুদ্ধ পথে নিয়ে আসতে-আবুল কালাম আজাদ এমপি

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ -২০২৪ অর্থ বছরের ইমাম প্রশিক্ষণ একাডেমির অর্থায়নে জামালপুর জেলার প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে গতকাল সোমবার ২৫ মার্চ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মডেল মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন ইমাম সাহেবেরা হাদিছ, কোরানের আলোকে নিয়মিত মসজিদে বয়ান করলে সমাজে মাদকাসক্তের বদলে যুবসমাজ ভালো কাজের প্রতি আসক্ত হবে। শুদ্ধ পথে হাটা শুরু করবে। মানসম্মত শিক্ষা অর্জিত হবে। দুর্নীতি প্রতিরোধ হবে। স্মার্ট ও সমৃদ্ধ জামালপুর গড়ে তুলতে ভূমিকা সৃষ্টি হবে। সকল ইমাম, মুয়াজ্জিনরা যাতে অর্থকষ্টে না ভোগে এ ব্যপারে তিনি সব ধরণের সহায়তা করার আশ্বাস দেন।
ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক জাফর ইকবাল জাফু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ, জেলা ইমাম সমিতির সভপতি মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মো. মাজহারুল ইসলাম ।
সভায় ইমামদের পক্ষ থেকে বেতন ভাতা, কল্যাণ ঋণসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে সংসদ সদস্য তাদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

Most Popular

Recent Comments