Saturday, April 1, 2023
Homeখেলাধুলাইরান ম্যাচের আগে আলোচনায় শামসুন্নাহার

ইরান ম্যাচের আগে আলোচনায় শামসুন্নাহার

এএফসি অনুর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে আগামীকাল (১২ মার্চ) নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ এইচ-গ্রুপের ইরান। বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলতে হলে এই ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জিততেই হবে। ড্র করলে ইরানের সঙ্গে পয়েন্ট ও হেড টু হেড সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশ বাদ পড়বে। টুর্নামেন্টের রেগুলেশন্স অনুযায়ী বাছাই পর্বের ৮ গ্রুপ চ্যাম্পিয়নই পরের ধাপে উত্তীর্ণ হবে।

প্রথম ম্যাচে অধিনায়ক শামসুন্নাহার ইনজুরির কারণে খেলতে পারেননি। আগামীকালও তার খেলার সম্ভাবনা কম। সেই প্রসঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘সে (শামসুন্নাহার) এখনও পুরো ফিট হয়নি। ফলে তার খেলার সম্ভাবনা কম।’

শামসুন্নাহারের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী সাফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। টুর্নামেন্টে একটি হ্যাটট্রিকসহ ৫ গোল করে তিনি জিতেছিলেন একগাদা পুরস্কার। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি তিনি টুর্নামেন্টসেরা খেলোয়াড়ও হয়েছিলেন। কিন্তু ফর্মে থাকা শামসুন্নাহার এএফসি টুর্নামেন্টে ইনজুরির জন্য নামতে পারছেন না।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা পাঁচটায় শক্তিধর ইরানের মুখোমুখি হবেন রুপনা চাকমারা। প্রতিপক্ষ কঠিন হলেও এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না কোচ গোলাম রব্বানী ছোটন, ‘ইরান শক্তিশালী দল। আমরা তাদের বিপক্ষে খেলতে প্রস্তুত। এই ম্যাচে দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, ফিফটি-ফিফটি ম্যাচ হবে। যারা সুযোগ কাজে লাগাবে, তারাই জিতবে। আমরা জয়ের জন্যই খেলতে নামবো কাল।’

এদিকে, আজ কোন অনুশীলন করেনি বাংলাদেশ দল। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত জিমে রিকভারি সেশন করেছেন রুপনা চাকমারা। প্রতিপক্ষ ইরানও এদিন তাদের ফুটবলারদের বিশ্রামে রেখেছে। মাঠে কোন অনুশীলন করেনি তারাও।

বাছাই পর্বে তিন দলের মধ্যে বাংলাদেশ ও ইরান দুই দলেরই সমান তিন পয়েন্ট করে রয়েছে। দুর্বল তুর্কমেনিস্তান ইতোমধ্যে দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা। একই দলের বিপক্ষে ইরানের শুরুটা ছিল ৭-১ গোলের বড় ব্যবধানে। র‌্যাঙ্কিংয়ে ইরানের সিনিয়র দল আছে ৬৮তম স্থানে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৪০তম। দু’দলের র‌্যাঙ্কিংয়ের এই আকাশ-পাতাল পার্থক্যই বুঝিয়ে দিচ্ছে ইরানের যুব দলটিও কম শক্তিধর নয়। বাছাইয়ে অংশগ্রহণকারী তিন দলের প্রত্যেকেই খেলছে দু’টি করে ম্যাচ। তাই বাছাই পর্বে গোল পার্থক্য একটি বড় বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments