নিজস্ব প্রতিবেদক:
আধুনিক পদ্ধতিতে চাষাবাদের কৌশল দেখতে ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসিিভসি প্রকল্পের উৎপাদক দলের সদস্য কৃষকরা জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। উন্নত জাতের বীজ ও আধুনিক জ্ঞান, প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে কীভাবে অধিক ফসল উৎপাদন করা যায় তার দৃশ্যমান অবস্থা সরেজমিনে দেখে নতুন ধারণা ও জ্ঞান অর্জন করেন তারা। উন্নয়ন সংঘের নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় ১৫ ফেব্রুয়ারি উৎপাদক দলের সদস্যদের নিবিড় পরিদর্শনকালে সহায়তা করেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইদুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা জুবায়দুর রহমান, ওয়ার্ল্ড ভিষনের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা। পরিদর্শন শেষে উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্রে মূল্যায়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা বেলালুর রহমান, বাজার বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান, আব্দুস সামাদ, পুষ্টি কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষাণী আফরোজা বেগম প্রমুখ। উল্লেখ দাতা সংস্থা অস্ট্রেলিয়া এইডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ দেওয়াগঞ্জ ও ইসলামপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে।