ওসমান হারুনী:
নানান কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুর গোয়ালের চর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগ আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সন্ধ্যায় মহলগিরি বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে আনন্দ র্যালী বের হয়ে ফরিদুল হক খান দুলাল চত্তরে এসে শেষ হয়। পরে ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওঃ মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোজতবা বিপুল, সাবেক সভাপতি আয়ুব আলী,সাধারণ সম্পাদক আঃ রহিম,উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু, সাংগঠনিক সম্পাদক আল আমিন মিয়া,অধ্যক্ষ রহুল আমীন,উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান ,সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমূখ্। ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সরকারের সঞ্চালনায় এতে ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।