Thursday, March 23, 2023
Homeজামালপুরইসলামপুরে অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

ইসলামপুরে অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর ৯০ জনকে আর্থিক অনুদানে চেক, ১৫ জনকে চিকিৎসা সহায়তার চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং ৬০ জনকে সফট স্কীলস প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ১০ জুন সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১ম, ২য়, ৩য় ব্যাচে প্রশিক্ষণ গ্রহণকারী ৯০ জনের মাঝে আর্থিক অনুদানের চেক, সনদ বিতরণ এবং ৪র্থ ৫ম ব্যাচে ৬০ জনকে ৫ দিনব্যাপী সফট স্কীলস প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামান আব্দুন নাসের বাবুল, জেলা সমাজসেবা কর্মকর্তা রাজু আহাম্মেদ বক্তব্য দেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিনের সঞ্চালনায় এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, সদর ইউনিয়ন চেয়ারম্যান শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিদা পারভীন লিপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments