ওসমান হারুনী:
নানা গুঞ্জন আর গুজবের অবসান ঘটিয়ে অবশেষে ৫ম ধাপের পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জামালপুরের ইসলামপুর পৌরসভায় তৃতীয় বারের মতো নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র আব্দুল কাদের সেখ।
৩০জানুয়ারি শনিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা আসে। আব্দুল কাদের সেখ ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন প্রাপ্তিতে আগামী ২৮ফেব্রুয়ারি নির্বাচনে তৃতীয়বারের মতো পৌরসভার মেয়র নির্বাচিত হবেন এমনটি ধারণা করছেন এলাকার সাধারণ জনগণ।