ওসমান হারুনী : “কাঁশা, বেগুন ও গুড় এই তিনে মিলে ইসলামপুর” এই ঐতিহ্যবাহী প্রবাদ খ্যাত জামালপুরেরর ইসলামপুরে আখ বা আখের রসের পরিবর্তে ইন্ডিয়ান মুড়ির টিনে গুড় আমদানী করে কড়াইয়ে জাল করে অবৈধ প্রক্রিয়ায় তৈরী হচ্ছে ভেজাল গুড়। এছাড়াও গুড় তৈরিতে মেশানো হয় সুগার মিলের নালী, ময়দা-ইন্ডিয়ান চিনি আর ডাল্ডা। এভাবেই দীর্ঘ দিন ধরে কেউ দলীয় প্রভাব আবার কেও প্রশাসনে ম্যানেজ করে আখের পরিবর্তে বিশেষ কায়দায় অস্বাস্থ্যকর ভেজাল গুড় তৈরি হচ্ছে। বিষয়টি যেন দেখার কেউ নেই। দীর্ঘ দিন ধরে ইসলামপুর পৌর শহরের বোয়ালমারী গ্রামে, গোলাপ আমির আলী ওরফে পেজু,শামিম মির্জা ও আনারুল ওরফে আনোয়ার ভেজাল গুড় তৈরি ব্যবসায় প্রশাসন রহস্যজনক কারণে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা চলছে। তৈরি হচ্ছে নতুন গুড় তৈরী কারখানার। শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, পঁচা নালির ট্যাং পড়ে রয়েছে কারখানায়। ভেজাল গুড় তৈরি কারখানা নোংরা পরিবেশ ও খালি গায়ে শ্রমিকরা হাতে মুঠোয় গুড় পাকাচ্ছে। শরীরে ঘাম পড়ছেও মাছি ভুন ভুন করছে গুড়ে। আখের রসের পরিবর্তে বিশেষ উপায়ে ভেজাল গুড় তৈরি হচ্ছে। কারখানা পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর অবৈধ প্রক্রিয়ায় গুড় তৈরি হলেও পরিবেশ নোংরা। গুড় ব্যাবসী গোলাপ জানান,”আমরা ইন্ডিয়ান গুড় এনে জাল করে গুড়ের কেজি মুঠো তৈরি করি। গত তিন মাস আগে উপজেলা স্বাস্থ্যবিভাগের এক অফিসার এসে আমাদের তৈরী গুড় পরীক্ষা করার জন্য নিয়েছে। এখনো লাইসেন্স হয়নি। আরেক গুড় তৈরি কারখানা মালিক আনারুল জানায়,এই গুড় তৈরির জন্য তাদের লাইসেন্স রয়েছে, ইন্ডিয়ান টিন ভর্তি গুড় এনে প্রক্রিয়া করে একশত টাকা কেজি বিক্রি করলে কেজিতে ১০/২০টাকা লাভ করে থাকে। খোঁজ নিয়ে জানা যায়,এখানকার ভেজাল উপায়ে তৈরি গুড় স্হানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় চলে যায়। তাই এই এলাকার কোনটি আখের তৈরী গুড় কোনটি ভেজাল কারখানার ইন্ডিয়ান গুড়, চিনি-ময়দা ও সুগার মিলের পঁচা নালী দিয়ে তৈরি গুড় ভোক্তাদের চেনার উপায় নেই। কি গুড় খাচ্ছে ভোক্তা প্রশাসনের নিকট এই প্রশ্ন সচেতন মহলের। এব্যাপারে ইসলামপুর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর কমল কুমার পাল জানান, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related Posts
জামালপুরে অর্থের বিনিময়ে পুলিশে চাকরির প্রতিশ্র“তি, ৩ জন আটক
- AJ Desk
- March 14, 2024
জামালপুরে পুলিশের কনস্টেবল পদে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতির অভিযোগে প্রতারক চক্রের তিনজনকে আটক […]
৩০ বছরেও উন্নয়নের ছূয়া লাগেনি মেলান্দহের শাহী মসজিদে
- AJ Desk
- May 18, 2024
মোহাম্মদ আলী : মসজিদের নাম শাহী মসজিদ। আছেন ইমাম মুয়াজ্জিন। নামাযও হয় ৫ ওয়াক্ত। জুমআ […]
সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জামালপুরে অবহিতকরণ সভা
- AJ Desk
- April 27, 2024
নিজস্ব সংবাদদাতা : একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে প্রতিটি নাগরিক শেষ বয়সে নিজের […]