ওসমান হারুনী: জামালপুরের ইসলামপুর উপজেলায় কুলকান্দি ইউনিয়নে আড়াইশত হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কুলকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ইসলামিক রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ, ইসলামিক রিলিফ প্রতিনিধি নৌশীন আরা, আশরাফুন নাহার আশা, ইউপি সদস্য হুমায়ূন কবির, ইয়াসমিন, হাসনাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় পুরুষদের জন্য ১টি শাল ও মহিলাদের জন্য ১টি শাল, শিশুদের জন্য ১টি সোয়েটার ও ১টি করে কম্বল ২৫০জন হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।