ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। গতকাল বুধবার ৮জানুয়ারি ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, জামালপুর জেলা শাখার জামায়াতে ইসলামী নায়েবে আমির খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ উপজেলা শাখার সভাপতি সৈয়দ মাসুদ রাজা, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সায়িম খানসহ আরো অনেকে। উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক ও বালিকা চারটি দল অংশগ্রহণ করে।(বালিকা ফুটবল দল)উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩/২ গোলে হারিয়ে জয়লাভ করেন উলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে (বালক ফুটবল দল)পশ্চিম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩/১ গোলে হারিয়ে জয়লাভ করেন গুঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপদের মাঝে মেডেল ও টফি বিতরণ করা হয়।
Related Posts
দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে শহীদ আবু ছাঈদসহ সব শহীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল
- AJ Desk
- August 13, 2024
খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু ছাঈদ সহ অন্যান্য শহীদের আত্মার […]
বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় এক নারীকে দা দিয়ে কুপিয়ে জখম!
- AJ Desk
- February 2, 2025
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক […]
মাদারগঞ্জে আত্মসাতের টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেয়ার অঙ্গীকার
- AJ Desk
- July 15, 2024
নিজস্ব সংবাদদাতা : সাধারণ মানুষকে প্রলুব্ধ করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে উদাও হওয়া […]