ইসলামপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে একটি হত্যার অভিযোগ মামলার ৪নং আসামী সিরাজ ফারাজী (৬৫) মারা গেছে। এলাকাবাসী ও আমেজ উদ্দিন মাস্টারসহ নিহত পরিবারের অভিযোগ, ২০২০ সালে ইসলামপুর উপজেলা গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর দক্ষিণ পাড়া গ্রামের পারিবারিক কলহের জেরে মমিনের পুত্রের ঢেলের আঘাতে পিতা মমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, পরবর্তীতে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে নিহতের পুত্রেরা তার দুই জেঠা পরিবারের উপর দোষ চাপিয়ে আদালতে মামলা দায়ের করে। যার নং-১৪২(২)২০২০ইং। উক্ত মামলাায় তার আপন ছোট ভাই অছিম উদ্দীন ফারাজী ছেলে ও নিরিহ নিরপরাধ লোকদের আসামী করাসহ সিরাজ ফারাজীকেও ৪নং আসামী করা হয়। উক্ত হয়রানী মূলক মামলার জেঠাকে আসামী করায় জেঠা ৪নং আসামী সিরাজ ফারাজী দুই মাস জেল খেটে ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১লা জানুয়ারি রবিবার ভোর রাতে মারা গেছেন। ভুক্তভোগী নিহত আসামী সিরাজ ফারাজী পরিবারের অভিযোগ, সিরাজ ফারাজী ভাই মৃত্যু ঘটনায় হয়রানী মূলক মামলায় আসামী হয়ে দীর্ঘ দিন হাজত খেটে এসেও বিবাদী আবু বক্কর সিদ্দিক ও তার ভাইদের হুমকী ধামকী অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে মানষিক ভাবে ভেঙে পরে অবশেষে মৃত্যু বরণ করেছে।