মোহাম্মদ আলী : জেলার ইসলামপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মোহন মিয়ার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান মজনু গত রবিবার রাতে কাউন্সিলর মোহন মিয়া ও তার ভাই সবুজ মিয়াসহ চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মধ্য দরিয়াবাদ গ্রামের মরহুম মোজাহার উদ্দিন আকন্দের ছেলে মোঃ মিজানুর রহমান মজনু মিয়া জানান, পাশের গ্রামের মুকুল খলিফার ছেলে মোঃ মহন মিয়া কাউন্সিলর ছাড়াও একজন দলীল লেখক। সে ক্ষমতার জোরে অন্যের বিরোধপূর্ণ জমি কম দামে বা নাম মাত্র দামে কিনে নেয়। পরে দলীয় লোকজন নিয়ে তা অবৈধ দখল করে বেশি দামে বিক্রি করে। সেরকম একটি বিষয় নিয়েই তার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই সুবাদে মোহন মিয়া বিভিন্ন সময় জোরপূর্বক মিজানুর রহমানের দরিয়াবাদ মৌজার বিআরএস ১৬২ নম্বর দাগে ৪৪ শতাংশ জমি বেদখলের পাঁয়তারা করে আসছিল। গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মোহন মিয়ার নেতৃত্বে ৬০-৭০ জন লোক দেশীয় অস্ত্রের মুখে মিজানুর রহমানের ভোগদখলীয় কয়েক শতাংশ জমি দখল করে জমিতে টিনের বেড়া দিয়েছে। এতে বাধা দেওয়ায় মিজানুরের পরিবারকে মারধর করা হয়েছে। এবং তার স্ত্রী শাহিনা বেগমকে তুলে নেওয়ার হুমকি দিয়েছে।
এঘটনায় তিনি মোহন মিয়াকে প্রধান আসামি করে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন, বলেও জানান।
মিজানের স্ত্রী শাহিনা বেগম বলেন, মহন শুধু আমাদের জায়গায় নয়, দলীয় প্রভাব ও জনগণের দেওয়া ক্ষমতার অপব্যবহার করে এলাকার আরও অনেকের জমিজমা দখলের চেষ্টা করেছে।
এব্যাপারে কাউন্সিল মো. মোহন মিয়ার মতামত জানতে মোবাইল ফোনে চেষ্টা করলে তিনি কথা বলতে রাজি হননি।
তবে, ঘটনার সময় উপস্থিত সাবেক কাউন্সিলর অঙ্কন কর্মকার বলেন, মহন কারও জায়গা দখল করেনি। সে তার নিজের জায়গায় বেড়া দিয়েছে।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’