ওসমান হারুনী:
জামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গাল্স হাইস্কুল এন্ড কলেজের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
মঙ্গলবার বিকালে শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গাল্স হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জাভেদ মোশারফ রুপকের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ও শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গাল্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দসহ জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।