ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন ব্যবসায়ীদের ওরিয়েন্টেশন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা বিআরডিবির মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি ফ চরস্ (এমফোরসি) আয়োজিত চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন কার্যক্রম-২০২৩ এবং চুক্তিবদ্ধ ব্যবসায়ীদের ওরিয়েন্টেশন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাক্তার শহিদুর ইসলাম। আলোচনায় অংশ নেন মেলান্দহ এবং ইসলামপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা।
চুক্তিবদ্ধ ছাগল পালন কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন এনডিপির এমফোরসি’র প্রকল্পের ইন্টারভেনশন স্পেশালিষ্ট শামছুল আলম। ছাগলের বিভিন্ন রোগের প্রতিরোধসহ চিকিৎসা বিষয়ে আলোচনা করেন ওষুধ প্রস্তুত কোম্পানি একমির বিক্রয় প্রতিনিধি। খাদ্য বিষয়ে আলোচনা করেন আফতাব ফিডের প্রতিনিধি। প্রশিক্ষণে ইসলামপুর, বকশীগঞ্জ, সরিষাবাড়ী, মেলান্দহ, দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলার এমফোরসির চুক্তিবদ্ধ ছাগল পালন ব্যবসায়ীগণ অংশ নেন।
প্রশিক্ষণে বক্তারা চরাঞ্চলে ছাগল পালনের পদ্ধতি, ব্যবসায়িক সম্ভাবনা ও সুবিধা সম্পর্কে আলোকপাত করেন।