শামীম আলম : জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সভারচর গ্রামে জমিজমা বিরুধকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ভাংচুর, লুটপাট ও দেশ^ীয় অস্ত্রের আঘাতে ৮জন গুরুতর আহত। আহতদের ইসলামপুর হাসপাতাল, জামালপুর জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
জানা যায়,গত এক সাপ্তাহ থেকে দফায় দফায় হামলা হয়ে আসছে। ইসলামপুর উপজেলা সভারচর একই গ্রামের আলাউদ্দিনের কাছে মানিক ডিলার জমি বিক্রি করে টাকা নেয়। দির্ঘদিন হলেও মানিক ডিলার টাকা ফেরৎ দেয় না। আলাউদ্দিন টাকা ফেরত জমি সাব কয়লা চাইলে মানিক ডিলার মুখে অখত্য ভাষায় গালিগালাজ পারে । এই সব নিয়ে দুপক্ষে মধ্য দাওয়া পাল্টা দাওয়া, বাড়ি ঘর ভাংচুর, লুটপাট শুরু হয়। জয়নাল আবেদিন বলেন, আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩০/৪০ জন লোকজন দেশ^ীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘর হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে। এতেও ক্ষান্ত হয়নি আমি বাড়িতে ছিলাম না। আমাদের বাড়িতে থাকা ছেলেমেয়েদেরকে বেদম প্রহার করে। আহতরা হলেন, স্বপন, হাসেন, আলাল, নুন্নহার, ইলিয়াস, শাহাজালাল, ফজলু, রবিনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় আছেন। জয়নাল আবেদিন বাদি হয়ে আব্দুর রাজ্জাককে প্রধান আসামী করে ১৯জনের বিরুদ্ধে জামালপুর জজ আদালতে একটি মামলা প্রক্রিয়ায় দিন রয়েছে।