Friday, September 29, 2023
Homeজামালপুরইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে রাতে বিদ্যালয়ের আবাদী জমির ধান কেটে নিল এক...

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে রাতে বিদ্যালয়ের আবাদী জমির ধান কেটে নিল এক সাবেক সভাপতি!

ওসমান হারুনী : জমি সংক্রান্ত বিরোধে জেরে জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জয়নাল আবেদীন গংদের বিরুদ্ধে রাতের আঁধারে আবাদীর জমির ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, ইসলামপুর উপজেলার পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের আবাদীর জমি ভোগ দখল নিয়ে সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাথে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে দুই পক্ষের মামলা মোকদ্দমাও চলছে। বিদ্যালয়ের পক্ষে ভোক্তভোগী আব্দুল হাকিমের অভিযোগ, পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পচাবহলা মৌজায় বিআরএস খতিয়ান নং-১৩৭৭,বিআরএস-২৩৩০নং দাগেরর ৭৯শতাংশ জমি তার স্ত্রী ছানোয়ারা বেগমের নামে লিজ গ্রহন করে দীর্ঘ দিন ধরে আবাদ মৌসুম করে আসছেন। বর্তমানে উক্ত জমিতে বোরো ধানের চাষ হয়েছে। সাবেক সভাপতি জয়নাল আবেদীন গংরা উক্ত জমি বেদখলসহ জমির ফসল কেটে তার ক্ষয়ক্ষতি করার পায়তারা করছিল। এরই এক পর্যায়ে গত বুধবার ৪মে দিবাগত রাতে সাবেক সভাপতি জয়নাল আবেদীন তার দলবল নিয়ে বেআইনী জনতাবদ্ধ হয়ে তার আবাদী জমিতে অনুধিকার প্রবেশ করে আনুমানিক ৬০শতাংশ জমির প্রায় ৫০মন পাকা উপক্রম ধান হবে আগামাথা কেটে নিয়ে যায়। এব্যাপারে অভিযোক্ত সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ভোক্তভোগী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাকিম এব্যাপারে বাদী হয়ে আইনের ন্যায় বিচার পেতে বৃহস্পতিবার ৫মে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments