ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের চলাচলের রাস্তায় গর্ত করে অবরোধ ও বাড়ি ঘরে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নতুনপাড়া গ্রামে। জানা যায়, ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কান্দারচর নয়াপাড়া গ্রামে শাহজামাল,মিস্টার শেখ গংদের সাথে একই এলাকার জিয়াউর গংদের জমি জমা নিয়ে বিরোধ চলছে। গত শনিবার এরই জেরে জিয়াউর প্রতিপক্ষ শাহজামাল মিস্টার গংদের চলাচলের রাস্তা তাদের জমি দাবি করে রাস্তাটিতে কয়েকটি স্পটে গর্ত করে কেটে দিয়ে খন্দক খুড়ে। এতে করে শাহজামালের বসত বাড়িতে চলাচলর রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। পরদিন রবিবার ২২সেপ্টেম্বর সকাল ১০টায় জিয়াউর গংরা প্রতিপক্ষ শ্যামল,শাহজামাল ও ইদুর বাড়ীতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে। জিয়াউর বাহিনীর ভয়ে আইযুব আলী(৩৫) ও শাহিন(২৫) বাড়ি ছাড়া পালিয়ে বেড়াচ্ছে। ভুক্তভোগী শাহজামালের পরিবারের লোকজনের অভিযোগ, “প্রতিপক্ষ জিয়াউর তাদের রাস্তা অন্যায়ভাবে কেটে গর্ত করেছে। জিয়াউরের সাথে আমাদের ঝগরা তৃতীয় পক্ষ কিনে নিয়েছে। তৃতীয় পক্ষের সানু (২৫),আবুসামা(৩৩), গদাই(৩০),কম্বল (৬০)সহ গংরা ৪০/৫০জন আমার বাড়িতে হামলা করে লুটপাট করেছে। এখন আমরা নিরাপত্তা হীনতায় ভোগছি।” এই ঘটনায় ভুক্তভোগী শাহজামালের ভাতিজা মিস্টার শেখ বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে ন্যায় বিচার কামনা করেছেন। এব্যাপারে অভিযুক্ত পক্ষের আবু সামার স্ত্রী জেসমিন ও জিয়াউর রহমান উপরোক্ত অভিযোগ অস্বীকার করে জানান, মিস্টার গংদের অত্যাচারে আমরাই বাড়ি ছাড়া,আমাদের বাড়ির আঙ্গিনায় তারা গরু বেঁধে জবর দখলের চেষ্টা করছে।আমরা পুকুরের জমিতে পুকুরে পাড় কেটে ফেলে ধানের জমি সমান করছি। কারো চলের রাস্তা ভেঙে ফেলা হয়নি।
Related Posts
দেওয়ানগঞ্জে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা
- AJ Desk
- June 9, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জেরে চরম অভিমানে জয়নাল আবেদীন (২৩) নামে এক […]
বকশীগঞ্জ বাস মালিক সমিতির নতুন কমিটি গঠন
- AJ Desk
- September 30, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ বাস মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট […]
জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা
- AJ Desk
- April 19, 2024
জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে হাজরাবাড়ি পৌর ছাত্রলীগ নেতা মো: মারুফের বিরুদ্ধে। […]