Thursday, July 25, 2024
Homeজামালপুরইসলামপুরে জেসমিন প্রকল্পের কিশোরীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ

ইসলামপুরে জেসমিন প্রকল্পের কিশোরীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে কিশোরীদের নিয়ে স্বাস্থ্য, পুষ্টি, শিশু অধিকার ও ডিজিটাল পদ্ধতিতে কৃষি সমস্যার সমাধান নিয়ে স্মার্ট কিশোরী ক্লাবের কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল সোমবার ১০ জুন ইসলামপুর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ২ দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্র“ভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় উপজেলার ইসলামপুর সদর, চিনাডুলী, পার্থশী, নোয়ারপাড়া, গোয়ালেরচর ও চর পুটিমারীসহ ৬টি ইউনিয়নের ১১০ জন কিশোরীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে তথ্য বহুল আলোচনা করেন। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানার পরিচালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের এম অ্যান্ড ই ম্যানেজার মোঃ মোফাখারুল ইসলাম হিরু, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর বিজন কুমার দেবসহ আরো অনেকে।

Most Popular

Recent Comments