Friday, August 6, 2021
Home জামালপুর ইসলামপুরে জোরপুূর্বক জমি বেদখলের চেষ্টায় হুমকি

ইসলামপুরে জোরপুূর্বক জমি বেদখলের চেষ্টায় হুমকি

ওসমান হারুনী:


জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের কড়ইতাইর গ্রামে জোরপুূর্বক ভাবে জমি বেদখলের চেষ্টা ও হুমকি’র অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই গ্রামের জহুরুল ইসলাম জোদ্দার গংদের সঙ্গে পৈতৃক সূত্রে জমিজমা নিয়ে একই গ্রামের দুলাল খা দের বিরোধ চলে আসছে। এই নিয়ে আদালতে মোকদ্দমাও চলছে। জমির প্রকৃত ওয়ারিশ সিএস মূলে ২৬৫০ দাগে ১২৫৩ খতিয়ানে ২একর ৩৩ শতাংশ জমির মালিক ছিল তাজুল সরকার কিন্তু উক্ত জমি ভূল বশত: ৬২ ও ৮০ রেকর্ড মূলে দখল করে রেখেছিল দুলাল খা গংরা। দীর্ঘদিন জহুরুল গংরা বাড়িতে না থাকায় উক্ত জমি কোন খোজঁ খবর ছিল না। নদী ভাঙ্গনে তারা ভিটেমাটি ছেড়ে ঢাকায় অবস্থান করে। জহুরুল ইসলাম গংরা বাদী হয়ে সম্প্রতি নিজ বাড়িতে এসে পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমি উদ্ধারে আদালতে রেকর্ড সংশোধনের মোকদ্দমা করেছে, যার মোকদ্দমা নং-৯৬,তারিখ-২৪.০৬.২০১৯ ইং। আদালতে মোকাদ্দমা চলা সময়ে বিবাদী গংরা জহুরুল ইসলাম জোদ্দারদের জমি বেদখলের পায়তারা করছে।

জহুরুল ইসলাম তাদের পৈতৃক জমিতে ঘরবাড়ী তুলে বসবাস করলে ভূমি দস্যু দুলাল খাঁ এর লোকজন বাধাঁ প্রদান করছে এবং নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে ভোক্তভোগী জহুরুল ইসলামে ভাতিজা হামিদুর ইসলাম দুলাল খা,বক্কর খা,বাদশা খা, রেজাউল খা, আমজাদ খা ও মূলে খাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। দুলাল খাঁ জানান, আমাদের ক্রয়কৃত জমির উপর জোর পূর্বক ভাবে জহুরুল ইসলাম গংরা ঘর উঠায়ে বেদখলের পায়তারা করছেন। নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান জানান, কড়ইতাইর গ্রামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোদ্ধ চলে আসছে,আদালতে মামলা মোকাদ্দমা চলছে যাতে কোন প্রকারে দূর্ঘটনা না ঘটে তাই উভয় পক্ষকে নোটিশ জারি করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

টিকা না নিয়ে বের হলে শাস্তির সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

আ.জা. ডেক্স: করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কোনো নাগরিক টিকা নেয়া ছাড়া বাইরে...

টিকা ছাড়া চলাফেরায় শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আ.জা. ডেক্স: আগামী ১১ আগস্ট থেকে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি বাইরে চলাফেরার...

‘জিনের বাদশা’ সেজে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য আটক

আ.জা. ডেক্স: চট্টগ্রামের এক নারীর স্বামী বিদেশ থাকেন। তার দুরারোগ্য ব্যাধি ছিল। এই রোগ থেকে মুক্তির আশায় টেলিভিশনের...

আইটি পণ্য সরবরাহ বিধিনিষেধের আওতার বাইরে রাখার নির্দেশ

আ.জা. ডেক্স: তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা খাতের আওতায় আনা হয়েছে জানিয়ে চলমান বিধিনিষেধে কম্পিউটার হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহে...

Recent Comments