ওসমান হারুনী: জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ইং উদযাপন উপলক্ষে ইসলামপুরে জয়ীতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারেরর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভুমি আশরাফ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার ও ব্রাকের ইসলামপুর ব্রাঞ্চের সেলপ অফিসার আব্দুর রাজ্জাকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।