ওসমান হারুনী: জামালপুরের ইসলামপুরে ডাঃ আবেদ আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট-২০২২ইং ফাইনাল অনুষ্ঠিত হয়েছে
শনিবার পোড়ারচর ফুটবল মাঠে ডঃশহীদ মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেনোয়ারচর একাদশ ডোবারচর একাদশকে ৪-০ গোলে হারিয়ে বেনোয়ারচর একাদশ জয়ী হয়।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
খেলায় বেনোয়ারচর একাদশ ও ডোবারচর একাদশসহ ২০টি টিম অংশ গ্রহন করে।