ইসলামপুর প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ (২য় পর্য়ায়) প্রকল্পের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ণ পদ্ধতি ডিএমআইই বিষয়ক প্রশিক্ষণ জামালপুরের ইসলামপুরের অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ উদ্ধোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম। বৃহস্প্রতিবার প্রশিক্ষণচলাকালে দ্বিতীয় দিনে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুলহক, অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পচিালক মরণ কুমার চক্রবর্তী ও জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম,জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ইউএনডিপি’র প্রতিনিধি মালিক শামীম আখতার, জেলা সমন্বয়কারী আবু হেনা মোস্তফা, উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম।
দুই দিন ব্যাপি প্রশিক্ষণে উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উপজেলার স্টাফ ১জন ও গ্রাম আদালত সহকারীরা অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ চলাকালে বক্তারা মানুষ মামলা নিয়ে বিরম্বনা, হয়রানী যেন না হয়; সুন্দর সমাজ ব্যাবস্থার জন্য গ্রাম আদালত কার্যক্রমকে স্থায়ী করাসহ গ্রামআদালত সক্রিয়করণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক দিয়ে আলোকপাত করেন।