ইসলামপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ ডিসেম্বর দুপুরে দুর্যোগে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে পূর্ব প্রস্তুতি লক্ষ্যে এডিএইচ জার্মানের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের (এপি) উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অুনষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান, প্রকল্প ম্যানেজার কমল পাল, প্রকল্প কর্মকর্তা, মানিক হালাদার প্রমুখ। এছাড়া এন্টিসিপেটরি এ্যাকশন প্রকল্প ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সভায় অংশ নেন।