Saturday, July 27, 2024
Homeজামালপুরইসলামপুরে নারী ও শিশু নির্যাতন রোধে মসজিদ কমিটির ওরিয়েন্টেশন

ইসলামপুরে নারী ও শিশু নির্যাতন রোধে মসজিদ কমিটির ওরিয়েন্টেশন

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে মসজিদের ইমামদের নিয়ে নারী ও শিশু নির্যাতন রোধকল্পে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৯ ফেব্র“য়ারী ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতি কেন্দ্রে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিষ্টেমস ইম্প্র“ভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় ইসলামপুর সদর, চিনাডুলি, চরপুটিমারী, গোয়ালেরচর, পাথর্শী ও নোয়ারপাড়া ইউনিয়নের নির্বাচিত মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও ঈমামদের নিয়ে নারী ও শিশু নির্যাতন রোধে কল্পে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পচাবহলা আকন্দবাড়ী জামে মসজিদের সভাপতি এ এম ফজলুল হক (সাবেক প্রধান শিক্ষক) উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের একাউন্স কাম এডমিন অফিসার আনিছুর রহমান, খলিশাকুড়ি জামে মসজিদের ইমাম মোঃ শাহাদাৎ হোসেন, মুখশিমলা ফরাজিবাড়ী জামে মসজিদের সভাপতি হাজ্বি মোঃ মুকছেদ আলী সরকার, পচাবহলা আকন্দবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা কারী মোহাম্মদ আলীসহ আরো অনেক। ওরিয়েন্টেশনের উদ্দেশ্য ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মনিটরিং রেজাউল করিম। ওরিয়েন্টেশনে সহায়কের দায়িত্ব পালন করেন জেসমিন প্রকল্পের জেন্ডার ডিজাষ্টর এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মোঃ মাহমুদুল হাসান রাসেল।
ওরিয়েন্টেশনে বক্তাগন নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং নারী ও শিশু নির্যাতন রোধকল্পে সরকারের চলমান পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Most Popular

Recent Comments