ইসলামপুর প্রতিনিধি: ইসলামপুরে পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমি ভবনের শুভ উদ্বোধন এবং উক্ত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ এর ২য় ও ৩তলা কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় এই উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, জেলা পরিষদের সদস্য মজিবর রহমান শাহজাহানসহ স্হানীয় ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিতি ছিলেন। আলোচনা চলাকালে মাহমুদুল হক ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কৃতি ২০জন শিক্ষার্থীদের ১হাজার করে বৃত্তি টাকা বিতরণ করা হয়।