ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুর উপজেলায় পুবালী ব্যাংক লিমিটেডের ১২৬তম উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৭জানুয়ারি সকালে ইসলামপুর শহরের মেইন রোডে শাখাটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুবালী ব্যাংক লিমিটেডের জামালপুর শাখার ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল। এছাড়াও ব্যাংকের জোনাল ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, জামালপুর মেইন ব্যাঞ্চ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, উপশাখা ব্যবস্থাপক সহ অনেকেই উপস্থিত ছিলেন। সঞ্চলানায় ছিলেন ফারহানা ইসলাম শিমুল।