জামালপুরের ইসলামপুর প্রচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান জয় চাঁদ জগত সুন্দরী ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুল এন্ড কলেজ সরকারি করণ করায় আনন্দ মিছিল করেছে স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন।
আনন্দ মিছিলটি জেজেকেএম স্কুল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আব্দুল লতিফ সরকার আনন্দ মিছিলের নেতৃত্ব দেন।
এসময় কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত নজরুল ইসলাম,প্রভাষক খলিলুর রহমানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।