Saturday, April 1, 2023
Homeজামালপুরইসলামপুরে প্রতিপক্ষের উপর হামলা মামলার আসামী এক সহকারী শিক্ষক জেলহাজতে

ইসলামপুরে প্রতিপক্ষের উপর হামলা মামলার আসামী এক সহকারী শিক্ষক জেলহাজতে

ইসলামপুর প্রতিনিধি : পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে হামলা মামলার আসামী ইসলামপুর উপজেলার গুঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন কোর্টে হাজিরা দিতে গেলে মঙ্গলবার বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
অভিযোগে জানা যায়, জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে পশ্চিম বাবনা গ্রামের নুরুল ইসলামের ছেলে হাবিবুল্লাহ(৩৯) একই এলাকার ওয়ারেস আলীর ছেলে আতিক হাসান বাবু (২৫)এর কাছে গত বছর ৬ নভেম্বর/২২ইং সকালে তার বাড়িতে পাওনা টাকা ফেরত চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে উল্টো পাওয়ানাদারকে বাবু তার বাহিনী দিয়ে দেশীয় অস্্রশস্ত্রে আক্রমণ করে। এঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ বাদী হয়ে ৬জনকে আসামী করে ইসলামপুর থানায় মামলা করে। যার নং-৪/২৪২, তাং ৬/১১/২২ইং। উক্ত মামলায় গত ১৪মার্চ মঙ্গলবার আদালতে বিবাদী আসামীরা হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত সবার জামিন দিলেও ২নং আসামী কাছিমা পশ্চিমপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে ইসলামপুর উপজেলার গুঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments