ইসলামপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য নিরাপত্তার জন্য ৩৩৩ এর কলারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০০প্যাকেট উপহার সামগ্রী ও ১০৫ জন অসচ্ছল কৃষক পরিবারের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাসের বাবুল। ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.ছানোয়ার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ আরো অনেকেই।