ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশেষায়িত প্রবেশগম্য টয়লেট হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ১২ এপ্রিল দুপুরে উপজেলার মোশারফগঞ্জ বাজারে প্রবেশগম্য টয়লেট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের আয়োজনে ইনক্লুসিভ ফিউচারের অর্থায়নে দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় মোশারফগঞ্জ বাজারে নির্মিত প্রবেশগম্য টয়লেট হস্তান্তর অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান।
ব্র্যাকের প্রোগ্রাম অফিসার রেজাউল মজিদের সভাপতিত্বে নির্মিত প্রবেশগম্য টয়লেট প্রকল্পের পরিচিতি তোলে ধরে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার আয়েশা ইসলাম।
ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তোলে ধরে বক্তব্য দেন, ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক হাসিনা আক্তার, ব্র্যাকের সিলেট ডিভিশনাল ম্যানেজার শেখ আফজাল হোসেন, জামালপুর জেলা ব্যবস্থাপক রোজি বেগম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারুক আল ফয়সাল, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, সহকারী শিক্ষা কর্মকর্তা আয়ুব আলী, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মামুনুর রশীদ মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম আহমেদ, প্রসিপসের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং পৌর কাউন্সিলর ফজলুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোশারফগঞ্জ বাজার কমিটির সভাপতি সাফিউল হক, ওপিডি মেম্বার মনিজা আক্তার প্রমুখ। পরে ফিতা কেটে বিশেষায়িত প্রবেশগম্য টয়লেট সবার জন্য উন্মুক্তের উদ্বোধন করেন অতিথিরা।