ইসলামপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়। সকালে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ,শহর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ থানা মোড় বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্প মাল্য অর্পণ করেন। এছাড়াও সন্ধ্যায় ঐতিহাসিক বটতলা চত্ত্বরে আলোচনা সভা ও মঞ্চ নাটকের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিবসের অনুষ্ঠান সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম।