ইসলামপুর সংবাদদাতা:
জামালপুরের ইসলামপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুড়ালে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা আওয়ামী লীগ আয়োজনে এক আনন্দ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম, পৌর মেয়র আঃ কাদের শেখ, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাবেদ মোশারফ রুপক, জামাল আবু নাছের চৌধুরী চার্লেস প্রমূখ বক্তব্য রাখেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সেদিন ছিল ১৯২০ সালের ১৭ মার্চ, মঙ্গলবার। মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন ইতিহাসের মহানায়ক বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার সেই অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের ‘জন্মবার্ষিকী’।