নিজস্ব প্রতিবেদক:
ইসলামপুরে উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্থদের দ্রæত পুনরুদ্ধার সহায়তা’ প্রকল্পের সমাপনী ও শিখন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হেিসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব কজরেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সংঘের অত্র প্রকল্পের পরিবীক্ষণ কর্মকর্তা কমল পাল। সভায় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ অর্ধাশতাধীক প্রতিনিধি অংশ নেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্থদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা’ প্রকল্পের টিম লিডার রাজু উইলিয়াম রোজারিও, প্রকল্প ব্যবস্থাপক চন্দন চার্লস গোমেজ, এপি ম্যানেজার সজল আই গোমেজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামুরজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রতিনিধি হুসাইন মোহাম্মদ এরশাদ, কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বাবু, কুলকান্দি ইউপি সদস্য তাহমিনা বেগম, উন্নয়ন সংঘের এফএফ েেমাখলেছুর রহমান, স্বোচ্ছাসেবক লাভলী আক্তার, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য বানেছ আলী, জয়নব বেগম প্রমুখ। সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম বলেন উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বরাবরই ভালো কাজ করে থাকে। বাস্তবায়নাধীন প্রকল্পটি সকল প্রকার নিয়ম নীতি রক্ষা করে অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করেছে বলে আমি জানি। প্রতিটি কাজ শুরু করার আগে সংস্থা দুটি আমাদের সাথে মতবিনিময় করে থাকে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকার আহবান জানান।
সভাসূত্রে জানা যায় উল্লেখিত প্রকল্পের আওতায় ২হাজার ১১০টি পরিবার সরাসরি সুবিধা পেয়েছে। এরমধ্যে ছাগল, হাঁস, ভেড়া বিতরণ, বাড়ি ভিটা উঁচুকরণ, বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত, নলকূপ মেরামত, লেট্রিণ বিতরণ, নারী, শিশু নির্যাতন প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা ও কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক প্রচারণ ও উপকরণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। উল্লেখিত ইস্যুতে ৩০ হাজারের উপরে মোবাইল ফোনে ক্ষুধে বার্তা প্রেরণ করা হয়েছে। উল্লেখ ইউকে এইড এর অর্থায়নে, ইউএনওপিএস এর অর্থ ব্যবস্থাপনায় কারিতাস ও ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্থদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা’ প্রকল্প বাস্তবায়ন করছে উন্নয়ন সংঘ। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতকরণে কাজ করছে নিরাপদ নামে একটি নেটওয়ার্কিং সংগঠন।