ওসমান হারুনী: “মেয়ে আমার অহংকার ১৮আগে বিয়ে নয়,এই আমার অঙ্গীকার”এ-ই স্লোগানে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে জামালপুরের ইসলামপুরে তথ্যকার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার ব্র্যাকের পল্লী সমাজের আয়োজনে সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্ প) এর সহযোগিতায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামে ৩৫জন কিশোরীর মাঝে এই কার্ড বিতরণ করা হয়। পল্লী সমাজের সভাপতি রওশন আরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমীন, ব্র্যাকের পল্লী সমাজের আয়োজনে সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্ প) অফিসার আবদুর রাজ্জাক ও ডেপুটি ম্যানেজার মনজুর রহমানসহ স্হানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।