জামালপুরের ইসলামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩১মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনে আয়োজনে এক শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীন হাসান রোমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস,সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন প্রমূখ বক্তব্য রাখেন।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশ নেন।