আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার পশ্চিমাঞ্চলের বেলগাছা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ মালেকের নৌকা প্রতিকের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের জারুলতলা বাজার দলীয় কার্যালয় থেকে গণ মিছিলটি বের হয়ে ১নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন নৌকা প্রতিক প্রার্থী আঃ মালেক,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ মিয়া,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমূখ।
বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনা ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সু নিশ্চিত করার আহবান জানান।