ইসলামপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে ব্রক্ষ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে ও নদের তীর ভেঙ্গে অবাধে মাটি বিক্রির করছে একটি স্থানীয় ভূমি দস্যু চক্র। বিষয়টি দেখার কেউ নেই!। সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার সাধে সাথেই প্রতিবারের ন্যায় ইসলামপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত ব্র²পুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে ও নদের তীর ভেঙ্গে অবাধে মাটি বিক্রির করছে একটি স্থানীয় ভূমি দস্যু চক্র।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে,ইসলামুপরের চরচারিয়া নবাব আলীর ছেলে দানেস গেল বন্যার আগে ড্রেজারে ব্র²পুত্র নদ হতে অবৈধ বালি তুলে পাহাড় জমিয়েছে নদের তীরে। বর্তমানে “শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতু’র উত্তর দিকে চলছে ব্র²পুত্র নদের ভাঙ্গন হতে রক্ষা বেম্বু প্যারাসাইটিং প্রকল্পের ভিতরে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন ও সভুকুড়া মসজিদ মোড়ে নদের তীর ভেঙ্গে মাটি বিক্রি।
দীর্ঘদিন ধরেই ইসলামপুর উপজেলার পাইলিং ঘাট হতে সভুকুড়া পর্যন্ত সড়কের ব্রক্ষ্মপুত্র নদের উপর নির্মিত“শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতু”র সংলগ্ন দু’পাশেই নদের তলদেশে হতে এভাবে ড্রেজার আবার কখনো ভেকুপ মেশিন বসিয়ে স্থানীয় একটি বালু দস্যু চক্রের বালু মাটি বিক্রি অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসন থেকে মাঝে মধ্যে অভিযান চালিয়ে বন্ধ করলেও এক সপ্তাহের পরে আবারও সবাইকে ম্যানেজ করে দেদারছে মাটি বিক্রি শুরু হয়ে যায়।
এব্যাপারে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি)মো: রেকনুজ্জামান খানের সাথে যোগোযোগের চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, অবৈধ ড্রেজার বসিয়ে ও নদের তীর ভেঙ্গে অবাধে মাটি উত্তোলন কারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন আর ড্রেজারে অবৈধ বালিমাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।