Thursday, June 8, 2023
Homeজামালপুরইসলামপুরে যমুনার পাড়ের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইসলামপুরে যমুনার পাড়ের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা পাড়ের সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরি অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার আয়োজনে ১৪ জানুয়ারি বেলগাছা ইউনিয়নের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার নিবন্ধিত ও সুবিধাবঞ্চিত ৬০০ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান রুমান শিশুদের হাতে কম্বল তুলে দেন।

বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ সরকারের সভাপতিত্বে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সদস্য আবদুল খালেক ওয়ার্ল্ড ভিশনের বোরহান উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments