ওসমান হারুনী:
জামালপুরের ইসলামপুরে ‘কঠোর লকডাউনে’ খোলা রয়েছে দোকান-পাট, হাট-বাজার। বাজার ও সড়কে বাড়ছে মানুষের ভীড়। সেই সাথে বিভিন্ন্ এলাকায় মাইকিং করে চলছে ফুটবল খেলার আয়োজন। অধিকাংশরাই মানছে না স্বাস্থ্য বিধি এমনকি ‘কঠোর লকডাউনের’ নিষেধাজ্ঞা।
এভাবে লকডাউনে দোকান খোলা রেখে ব্যবসা ও খেলার আয়োজন করায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সরেজমিনে বুধবার উপজেলা সদরে ঘুরে দেখা যায়, থানামোড়ে যানযট, বেশিরভাগ ব্যবসায় প্রতিষ্ঠান, শপিংমল হাফ শাটার খোলা রেখে দেদারসে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। সেই সাথে উপজেলার চিনাডুলী,নোয়ারপাড়া,পলবান্ধা ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় মাইকিং করে চলছে ফুটবল খেলার আয়োজন।
এব্যাপারে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএম আবু তাহের বলেন-‘এভাবে সব খোলা থাকলে জন স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। সংক্রমণ বাড়বে’।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মোরশেদ জানান, ‘আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। দোকান বন্ধ রাখতে উপজেলা প্রশাসনের অভিযান সবসময় চলমান রয়েছে। আর যদি কেউ মাইকিং করে ফুটবল খেলার আয়োজন করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।