জামালপুর ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়নের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় সভা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে সোমবার এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভারচর দারুস সুন্নাহ দাখিল মাদরাসা সুপার মাও. মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে জামালপুর আইন কলেজের অধ্যক্ষ এড. আঃ সালাম,ইসলামপুর এমএ সামাদ পারভেজ মহিলা কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চৌধুরী,ইসলামপুর সরকারী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,অধ্যক্ষ আঃ খালেক আকন্দ,বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন,উপজেলা ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
সহকরী শিক্ষক মিনহাজ উদ্দিন সরকারের সঞ্চালনায় এতে উপজেলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান ও সহকারী শিক্ষকরা বক্তব্য রাখেন।
এতে ওই ইউনিয়নের বিভিন্ন প্রতিষঠানের শিক্ষক শিক্ষিকাগন অংশ গ্রহন করেন।