ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সুশীলসমাজ ও ক্রীড়ানুরাগী ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মো: ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। প্রধান বক্তা ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি ছিলেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড.মহিউদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার মু:তানভীর হাসান রহমানের সভাপতিত্বে সভায় যুব ক্রীড়া মন্ত্রনালয়ের মহাপরিচালক আজহারুল ইসলাম খান, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, জামাল জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ ২য় পর্যায়ের প্রকল্পের উপসচিব প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখসহ অনেক বক্তব্য রাখেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম।