ইসলামপুর : আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও দেশ সেবায় শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে জেলার ইসলামপুর উপজেলার পৌর শহরের পূর্ব ভেংগুরা গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা।
এসময় এমপি হোসনে আরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করে, দেশের উন্নয়ন হয়।। বিএনপি জামায়াত সরকারের ন্যায় কোন আগুন সন্ত্রাস হয় না। তাই সামনে জাতীয় নির্বাচনে সবাইকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান এমপি হোসনে আরা।